Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যরাজ্য ২৮ জানুয়ারি থেকে নূন্যতম সহায়ক মূল্যে ধানক্রয় শুরু

রাজ্য ২৮ জানুয়ারি থেকে নূন্যতম সহায়ক মূল্যে ধানক্রয় শুরু

রাজ্য সরকার এ বছর খারিফ মরসুমে কৃষকদের কাছ থেকে নূন্যতম সহায়ক মূল্যে ১৮ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রতি কেজি ধান ২৩ টাকা ৬৯ পয়সা দরে ক্রয় করা হবে। আগামী ২৮ জানুয়ারী ২০২৬ তারিখে ধর্মনগরে রাজ্য স্তরিয় ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথও উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধানক্রয় করার বিষয়ে খাদ্য দপ্তর এবং কৃষিদপ্তর, মহাকুমা শাসক, বিডিও সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। তিনি জানান, ২০১৮ সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছরে রবি এবং খারিফ মরসুমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে ২লক্ষ ৪৪ হাজার ৩০৩ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। তাতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে ৪৮৯ কোটি ৭১ লক্ষ টাকা। এর ফলে উপকৃত হয়েছেন রাজ্যের ১ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন কৃষক। তিনি জানান, ধান ক্রয় করার জন্য নতুন পলিসি আনা হয়েছে। নতুন পলিসি অনুসারে ধান ক্রয় করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

সাংবাদিক সম্মেলনে রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানান, কৃষকদের আয় দ্বিগুন এবং তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদানের পাশাপাশি রাজ্যে উৎপাদিত সামগ্রীর পরিমান বৃদ্ধি করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। কোন রাজ্যের জি এস ডি পি সেই রাজ্যের সার্বিক উৎপাদনশীলতার উপর নির্ভরশীল। রাজ্য সরকার প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে রাজ্যের সার্বিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরোও বলেন, পূর্বের তুলনায় রাজ্যে ধান উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামীকাল ২৩ জানুয়ারি কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) এর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনদিনের রাজ্য সফরে আসছেন। এই সফরের মূল উদ্দ্যেশ্য হলো রাজ্যে নতুন ডোনার স্পনসরড বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পের শিলান্যাস, পর্যটন ক্ষেত্রের উন্নয়ণ, পর্যটন স্থান পরিদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। তিনদিনের সফর শেষে ২৫ জানুয়ারি তিনি রাজ্য ত্যাগ করবেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন এবং অধিকর্তা সুমিত লোধ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য