বিকশিত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে এবং “Science & Technology for Sustainable Future” থিমে আগরতলার উমাকান্ত একাডেমি (ইংলিশ মিডিয়াম) এইচএস স্কুলে অনুষ্ঠিত হলো ৫৩তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। রাজ্যের শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (SCERT), ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও বৈজ্ঞানিক মননশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই একটি টেকসই, আত্মনির্ভর ও উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এই ধরনের প্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন ও নতুন চিন্তায় উৎসাহিত করে।
প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের তৈরি বৈজ্ঞানিক মডেল ও প্রকল্প উপস্থাপন করে। পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তিনির্ভর উন্নয়নসহ নানা সমসাময়িক বিষয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন দর্শকদের আকর্ষণ করে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, SCERT-এর আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীর মাধ্যমে রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।



