Monday, January 19, 2026
বাড়িখবররাজ্যককবরক দিবসের খাবার নিয়ে দুর্নীতি!

ককবরক দিবসের খাবার নিয়ে দুর্নীতি!

৪৮ তম ককবরক দিবসের অনুষ্ঠানে আসো ছোট ছাত্র-ছাত্রীদের খাবারে বক্স বিশাল অংশ হলেও খাবারের পরিমাণ ছিল শুধুমাত্র একটি বাঙ্গই সকাল সাতটার সময় আসা ছাত্র-ছাত্রীরা দুপুর বারোটা পর্যন্ত তাদের কাছে মিলল শুধু আস্ত বড় একটি প্যাকেটে ছোট্ট একটি বাঙ্গই প্রতিটি খবর প্যাকেটের , যদিও দপ্তর কর্তৃক আমাদের ক্যামেরার সামনে একটি কেক একটি ফ্রুটি এবং একটি কমলা দেয়া হয়েছে বলে দাবি করলেও বাস্তব চিত্র কিন্তু অন্য কথাই বলছে আমাদেরকে আমার এই পোস্টটি ধরা পড়েছে সেই বিশাল বড় খাবারের বক্স থেকে শুধু মিলল ছোট্ট একটি বাঙ্গই সূত্রের খবর প্রতিটি খাবার প্যাকেটের জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ টাকা তবে এটিই প্রশ্ন এই দুশো টাকার খাবার গেল কোথায়, তবে কি এখানে দুর্নীতিতে জড়িয়ে সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য