আগামী ১৭ জানুয়ারী এন আইটি আগরতলার স্বামী বিবেকানন্দ সেমিনার হলে অনুষ্ঠিত হতে চলেছে এন আই টি আপরতলার ১৮তম সমাবর্তন অনুষ্ঠান। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন এনআইটি আগরতলার অধিকর্তা শরৎকুমার পাত্র, এছাড়া উপস্থিত ছিলেন আশীষ কুমার বাদলাসহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু । এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন
এন আইটি আগরতলার বোর্ড অফ গভর্সির চেয়ারম্যান বিনোদ কুমার বাউরি। এন আই টি আগরতলার অধিকর্তা অধ্যপক (ডঃ) এস. কে. পাত্র, সমাবর্তন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীকে শংসাপত্র প্রদান করবেন।
প্রসঙ্গত, এন আই টি আগরতলা জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর-পূর্ব অঞ্চলে কারিগরী শিক্ষা এবং গবেষণায় শ্রেষ্ঠত্বের লক্ষ্যে-এই প্রতিষ্ঠানটি ভারত সরকার প্রতিষ্ঠা করেছে। বর্তমানে, এন আই টি আগরতলায় ৫৩৬৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানটি ১টি শাখায় বি-টেক ডিগ্রী প্রদান করে। এন আই টি আগরতলায়, এম টেক্ লেভেলে ২৪ টি স্পেশালাইজেশ এবং পাঁচটি শাখায় ভুয়াল ডিগ্রী প্রদান করা হয়, প্রতিষ্ঠানটিতে এম বি এ, এমসিএ, এম এস সি এবং ডক্টরাল প্রোগ্রাম প্রদান করা হয়। এন আই টি আগরতলায় ২০২৩ সাল থেকে চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম’ শুরু হয়েছে। বর্তমানে, প্রতিষ্ঠানটিতে ৩০০ জনেরও বেশী রিসার্চ স্কলার পি এইড ডি প্রোগ্রামে পাঠরত রয়েছেন।



