Tuesday, January 20, 2026
বাড়িখবররাজ্য১৯-২৩ জানুয়ারি পুথিবা লাই-হারাওবা উৎসব

১৯-২৩ জানুয়ারি পুথিবা লাই-হারাওবা উৎসব

১৯ জানুয়ারি থেকে রাজধানীর অভয়নগরের পুথিবাৎদেবতা মন্দিরে ১৬ তম পুথিবা লাই-হারাওবা উৎসব এবং মেলা শুরু হবে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এই উৎসব ও মেলার উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মনিপুরের মহারাজা ও রাজ্যসভার সাংসদ লেইসমবা সানাচাওবা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক ভগবান দাস, মনিপুরের বিধায়ক এল সুচীন্দ্র মেইতেই সহ অন্যান্যরা ।এদিন অভয় নগরের পুথিবা দেবতা মন্দিরে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পুথিবা লাই-হারাওবা কমিটির সম্পাদক দীপক কুমার সিংহ ।সাংবাদিক সম্মেলনের তিনি জানান, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারেল সোসাইটি এবং পুথিবা লাই-হারাওবা কমিটির উদ্যোগে পাঁচ দিনের এই উৎসব এবং মেলা অনুষ্ঠিত হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য