হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ৪৪তম আগরতলা বইমেলার আজ ছিল সপ্তম দিন। গতকাল ষষ্ঠ দিনে বইমেলায় মোট ১১,৯৩,৬০৮ টাকার বই বিক্রি হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজ বইমেলার কবি সম্মেলন ও বই প্রকাশ মঞ্চে পশ্চিম জেলা ও ধলাই জেলার মোট ৪০ জন কবি বাংলা ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন। সঞ্চালনা করেন কবি নকুল দাশ। এছাড়া এই মঞ্চে ‘৭৫ বছরে ভারতীয় সংবিধান, ন্যায়, সততা ও ঐক্যের দলিল’ শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আলোচনায় অংশ নেন ড. পঙ্কজ চক্রবর্তী, ড. সুরজিৎ সেন, কবি নকুল দাশ ও অজিত মিত্র। এছাড়া এই মঞ্চে ‘মিট দি অথার’ শীর্ষক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনাচক্রে রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, ডা. অশোক সিনহা, চন্দন দেবনাথ ও পার্থ ঘোষ অংশ নেন। অতিথিগণ নীহারিকা প্রকাশনীর প্রকাশক তীর্থঙ্কর দাসের ২টি বাংলা বইয়ের আবরণ উন্মোচন করেন।
ইকফাই বিশ্ববিদ্যালয় (ত্রিপুরা)-এর এলাইড হেলথ সায়েন্সেস বিভাগের ফ্যাকাল্টিগণ আজ বিনামূল্যে ৩১ জনের ব্লাড প্রেসার, ব্লাড সুগার রেন্ডম ও বি.এম.আই. পরীক্ষা করেন। আজ দেশপ্রেমিক বাল গঙ্গাধর তিলক স্মৃতি মঞ্চে ধলাই জেলার শিল্পীগণ শাস্ত্রীয় সংগীত, যন্ত্রানুসংগীত ও একক সংগীত পরিবেশন করেন। এছাড়া জনজাতি শিল্পীগণ সমবেত নৃত্য পরিবেশন করেন। শ্রুতিনাটক পরিবেশন করেন কমল মজুমদার ও সুপ্রিয়া চৌধুরী। বাঁশীবাদনে অংশ নেন নারিসিং জমাতিয়া। সঞ্চালনা করেন শিল্পী রাকা বিশ্বাস।



