Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যচা-বাগান পরিদর্শনে বিধায়ক পিনাকি দাস চৌধুরী

চা-বাগান পরিদর্শনে বিধায়ক পিনাকি দাস চৌধুরী

বিগত বাম সরকারের উদাসীনতা ও অবহেলা জনিত কারণে দীর্ঘ বছর পূর্বে বন্ধ হয়ে পড়া চা বাগান পুনরায় পুরোদমে চালু করার উদ্যোগ গ্রহণ -কে কেন্দ্র করে চা-বাগান পরিদর্শনে বিধায়ক পিনাকি দাস চৌধুরী মঙ্গলবার। জানা যায়, বিগত বাম আমলে দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মের জন্য তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুর ব্লকের অধীন কল্যাণপুর চা-বাগানটি বন্ধ হয়ে যায়। পুনরায় কল্যাণপুর স্থিত এই চা-বাগানটি পুরোদমে চালু করার উদ্দেশ্যে মঙ্গলবার ঐ বাগানটি পরিদর্শনে যায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এদিন বাগান পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে ছিলেন মহকুমা প্রশাসক, বি.ডি.ও সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগন।এদিনের এই চা-বাগান পরিদর্শন সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন,,,,, বিগত বাম আমলে তৎকালীন বাম সরকারের উদাসীনতার কারণে বন্ধ হয়ে গিয়ে ছিল কল্যাণপুর স্থিত এই চা-বাগানটি। কিন্তু ২০১৮ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের চা-শিল্পের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আর এর‌ই অঙ্গ হিসেবে কল্যাণপুরের এই চা-বাগানটি -কে পুনরায় পুরোদমে চালু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে জানায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তৎসঙ্গে চা-বাগানটি -কে পুনরায় চালু করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য