Friday, December 26, 2025
বাড়িখবররাজ্যবৈষ্ণবাচার্য শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ভক্তিমূলক কর্মসূচি

বৈষ্ণবাচার্য শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ভক্তিমূলক কর্মসূচি

বৈষ্ণবাচার্য শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে আগরতলায় এক মানবিক ও ভক্তিমূলক কর্মসূচির আয়োজন করা হয়। শ্রী শ্রী মহানাম যজ্ঞের বার্ষিক উৎসবের অঙ্গ হিসেবে এই দিনে প্রায় ৪০০ জনেরও বেশি দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রের সঙ্গে মিষ্টি ও ফল বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর সঞ্জয় নাথ, পাশাপাশি নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ও সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্যে বৈষ্ণবাচার্য শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর জীবনাদর্শ, ভক্তি আন্দোলন ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন।বক্তারা বলেন, শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর আদর্শ ছিল—ভগবদ্ভক্তির সঙ্গে মানবকল্যাণ। তাঁর আবির্ভাব উৎসব উপলক্ষে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র, মিষ্টি ও ফল বিতরণ সেই মানবিক দর্শনেরই বাস্তব রূপ। শীতের সময় এই সহায়তা প্রাপক মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠান জুড়ে চলে হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক পরিবেশ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে এলাকার বহু ভক্ত ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এ ধরনের ধর্মীয় ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত রেখে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখাই তাঁদের প্রধান লক্ষ্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য