প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে স্মরণ করলো প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
শুক্রবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রথম প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষে এদিন রাজধানীর কংগ্রেস ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে কংগ্রেস নেতৃবৃন্দ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী সাংবাদিকদের জানান, দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের অর্থনৈতিক চিন্তা আমাদের দেশের বর্তমান শাসক দল অনুসরণ না করলেও পৃথিবীর বিভিন্ন দেশ এই চিন্তা ধারাকে অনুসরণ করে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে এবং যাচ্ছে ।দেশে উদারীকরণের প্রবর্তক ছিলেন তিনি ।প্রদেশ কংগ্রেস প্রবক্তা আরো জানান ,২০০৮ সালে সারা বিশ্বে যখন মন্দা অর্থনীতির হাওয়া বইছিল, আমেরিকায় যখন একের পর এক lockout হতে শুরু করেছিল ,তখন তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ বিদেশি বিনিয়োগ কারীদের এনে দেশে কর্মসংস্থানের নজির সৃষ্টি করেছিলেন ।এতে বেকারত্বের হার সর্বকালীন ৫. ১% নেমে এসেছিল। তিনি আরো বলেন, মনমোহন সিং জি কে কেবলমাত্র স্মরণের জন্যই এই অনুষ্ঠান নয়। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার প্রবর্তিত পথকে আঁকড়ে ধরে রাখবে কংগ্রেস ।দেশের দুর্দশা লাঘবে আমাদের আন্দোলন এবং সংগ্রাম কে শক্তিশালী করার মধ্য দিয়ে মনমোহন সিংহ কে কংগ্রেস জীবিত করে রাখবে।
এদিন কেবলমাত্র কংগ্রেস ভবনেই নয়, প্রদেশ কংগ্রেসের অধীন সব কটি জেলা কংগ্রেস কার্যালয়েও যথাযথ মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহের প্রথম প্রয়াণ বার্ষিকী পালন করা হয়।



