ফের বিপত্তি বোধজং নগরস্হিত নেপকোতে। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত এক শ্রমিক। শাটারের স্প্রিন্টারের আঘাতে আহত হন তিনি। তার নাম বিশ্বনাথ সর্দার।
ফের বিপত্তি বাঁধলো নীপকোতে।কাজ করতে গিয়ে স্প্রিন্টারের আঘাতে গুরুতর আহত হলেন এক শ্রমিক। আহত শ্রমিকের নাম বিশ্বনাথ সর্দার ,বাড়ি পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়। জানা গেছে ,এদিন সকালে বোধজং নগরস্হিত নীপকোর একটি ঘরের শার্টার খোলার কাজে যুক্ত ছিলেন বিশ্বনাথ সর্দার সহ আরও এক শ্রমিক। শাটার খোলার সময় শাটারের স্প্রিন্টার ছুটে এসে তার কপালে আঘাত করে। তার কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করে ।সাথে সাথে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। এদিন নীপকোর কাজের সাথে যুক্ত এক কোম্পানির ইনচার্জ শ্যামসুন্দর কর্মকার এই সংবাদ জানান ।
এদিন কোম্পানির ইনচার্জ শ্যামসুন্দর কর্মকার আরো জানান ,বর্তমানে আহত শ্রমিকের অবস্থা স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য এই নিয়ে গত এক পক্ষ কালের মধ্যে নীপকোতে দুবার দুর্ঘটনা ঘটলো ।এর আগে নীপকোর একটি কার্যালয়ে নির্মাণের ট্রেন্সের মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়েছিলেন দুই কর্মী।



