Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যকরবুকে প্ল্যাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধে হয় সভা

করবুকে প্ল্যাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধে হয় সভা

করবুক মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমা এলাকায় প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করতে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক পার্থ দাস , মহকুমা পুলিশ আধিকারিক রাজু রিয়াং , করবুক ব্লকের বিডিও ডেভিড হালাম , শিলাছড়ি ব্লকের বিডিও সি লালফাকসাঙ্গা , করবুক সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা . ধনমনী ত্রিপুরা , বিভিন্ন তহশিলের তহশিলদার সহ মহকুমার বিভিন্ন বাজার কমিটির সম্পাদক ও সভাপতিগণ । সভায় মহকুমা শাসক পার্থ দাস জানান , আগামী ১ জুলাই থেকে সম্পূর্ণরূপে একবার ব্যবহারযোগ্য সমস্ত ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি জিনিস ও ব্যাগ এবং থার্মোকলের তৈরি সমস্ত জিনিস নিষিদ্ধ করা হবে । তারজন্য মহকুমা এলাকার সকল হাট বাজারগুলিতে প্রচারাভিযান চালানো হবে । এছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পোস্টার লাগানো হবে সাথে লিফলেটও বিতরণ করা হবে । তিনি আরও জানান , ১ জুলাই থেকে যদি কোনও ব্যবসায়ী বা কোনও ব্যক্তি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি উপস্থিত সকলের কাছে বিকল্প হিসেবে স্থানীয় উৎপাদিত জিনিস ব্যবহার করার জন্য অনুরোধ জানান । মহকুমা শাসক প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধকরণে উপস্থিত বাজার কমিটির সকল সদস্যদের কাছেও বিশেষ সহযোগিতা কামনা করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য