Thursday, December 18, 2025
বাড়িখবররাজ্যসন্ধ্যায় সরস মেলা পরিদর্শনে রাজ্যপাল

সন্ধ্যায় সরস মেলা পরিদর্শনে রাজ্যপাল

আজ সন্ধ্যায় রাজপাল ইন্দ্রসেনা রেডি নান্নু হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ২০তম আঞ্চলিক সরস মেলা পরিদর্শন করেন। মেলায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, সরস মেলায় গ্রামীণ স্বউদ্যোগীরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে বসেন। এক্ষেত্রে সঠিক সহায়তা, দিক নির্দেশনা এবং বাজারজাতকরণের সুযোগ পেলে গ্রামীণ অর্থনীতিতে তা যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম হবে। তিনি বলেন, জৈব পণ্যের চাহিদা সর্বত্র রয়েছে। তাই স্বসহায়ক দলগুলিকে জৈব পণ্য উৎপাদনে আরও সচেষ্ট হতে হবে। তিনি মেলায় আসা সকল দর্শনার্থীদের স্থানীয় ব্যবসায়ী এবং উৎপাদকদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী কেনার জন্য আহ্বান জানান।

এই সময় রাজ্যপাল ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের নিউজ লেটার ‘স্তুতি’-র আবরণ উন্মোচন করেন। এছাড়াও তিনি খোয়াই জেলার স্বসহায়ক দল ব্র্যান্ড খোয়াই ক্রিয়েশন, গোমতী জেলার ব্র্যান্ড ব্লু টি এবং ত্রিপুরেশ্বরী আগরবাতি এবং উত্তর ত্রিপুরা জেলার ব্র্যান্ড খাচুকেরও সূচনা করেন। এছাড়াও রাজ্যপাল বিভিন্ন বিভাগে কিছু পুরস্কারও প্রদান করেন। আঞ্চলিক সরস মেলা পরিদর্শনকালে রাজ্যপাল স্বসহায়ক দলের সদস্যদের সাথে এবং মেলায় আগত ক্রেতাদের সাথে মতবিনিময়ও করেন। আজকের এই কর্মসূচিতে এছাড়াও বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, টি.আর.এল.এম.-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তড়িৎকান্তি চাকমা। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য