মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় প্রভু বাড়ির পুকুরটিকে সংস্কার করার লক্ষ্যে গত ১লা ডিসেম্বর পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে উনি দেখতে পান পুকুরটির আশপাশের বাড়িঘর পুকুরটির জায়গা দখল করে রেখেছে। সেদিকে লক্ষ্য রেখে তিনি সেদিন পুকুরটির ডিমারগেশন করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে ডিমারগেশন শেষে জায়গা দখলমুক্ত করতে গেলে কর্মীরা বাধার সম্মুখীন হয়। সে ব্যাপারে মেয়র দীপক মজুমদারকে অবহিত করা হলে তিনি বুধবার সেই জায়গা পুনরায় পরিদর্শনে যান এবং তিনি নিগমের কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন কালকে সকালের ভেতর যেন বেআইনি নির্মাণ ভেঙ্গে ফেলা হয়। পাশাপাশি পরবর্তীতে আবার ডিমারগেশন করে সংস্কারের কাজ দ্রুত সম্পূর্ণ করা হয়। প্রসঙ্গত প্রায় দেড় কানি জায়গার উপর রাজন্ন আমলের এই পুকুরটি অবস্থিত। এই পুকুরটি সংস্কার করা হচ্ছে বলে এলাকাবাসী অনেকটাই খুশি এমনটাই অভিমত তাদের।



