Thursday, December 25, 2025
বাড়িখবররাজ্যসুপ্রিম নির্দেশ মানছে না টি আর বিটি কর্তৃপক্ষ, অভিযোগ ডিএলএড কোর্সের যুবক-যুবতীদের

সুপ্রিম নির্দেশ মানছে না টি আর বিটি কর্তৃপক্ষ, অভিযোগ ডিএলএড কোর্সের যুবক-যুবতীদের

সুপ্রিম নির্দেশাবলী মানছে না টি আর বিটি কর্তৃপক্ষ ।ফলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বীকৃতি পাচ্ছেন না ট্যাট ওয়ান এবং ট্যাট টু উত্তীর্ণ ডি এল এড কোর্সের ৬০ জন যুবক-যুবতি। সোমবার সংশ্লিষ্ট যুবক যুবতীরা টিআরবিটির কন্ট্রোলারের সাথে দেখা করে সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

ডিএর এড কোর্স পাস করা যুবক-যুবতীদের টেট-1 এবং টেট-2 পরীক্ষায় বসতে দেওয়া হয় ।টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরবিটি তাদের পরীক্ষায় বসার অনুমতি দেয়। সেই মতো ডি এল এড কোর্সের ছাত্র-ছাত্রীরা টেট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষায় বসেন ।পরীক্ষায় তারা উত্তীর্ণ হন ।কিন্তু তাদের টিআরপি স্বীকৃতি দিচ্ছে না টি আর বি টি কর্তৃপক্ষ ।সোমবার টেট উত্তীর্ণ সংশ্লিষ্ট যুবক-যুবতীরা বিষয়টি নিয়ে কথা বলতে চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে শিক্ষা ভবনে আসেন। কিন্তু চেয়ারম্যানের সাক্ষাৎ না পেয়ে তারা টিআরবিটির কন্ট্রোলারের সাথে দেখা করেন ।কন্ট্রোলারের সামনে তারা গোটা বিষয়টি তুলে ধরেন ।পরে সংবাদ মাধ্যমের সামনে এই বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট যুবক-যুবতীরা ।তারা জানান ,এলিমেন্টারি দপ্তর তাদেরকে ডিএলএড কোর্স করিয়েছে ।এমএসআরডি’র নিয়ম মেনে কোর্স করানো হয়েছে ।এই কোর্সটি আদৌ আঠারো মাসের না ।তাদের শংসাপত্রেও কোথাও আটারো মাসের কোর্সের কথা লেখা নেই ।কিন্তু এখন টিআরবিটি কর্তৃপক্ষ বলছেন, তারা আঠারো মাসের কোন কোর্স এলাও করেন না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিমকোর্ট রায় দান করেছে। এই কোর্সকে মান্যতা প্রদান করেছে ।যুবক যুবতীরা আরো বলেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশই টিআরবিটি কর্তৃপক্ষ মানতে চাইছেন না ।এই বিষয়ে লিখিত দিতেও চাইছেন না। বেকার যুবক-যুবতীরা আরো জানান ,এই ডি এল এড কোর্স করেই টেট পরীক্ষা দিয়ে রাজ্যের একাধিক বেকার যুবক যুবতীরা শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছেন। তারা বর্তমানে চাকরি করছেন ।কিন্তু তাদের ক্ষেত্রেই উল্টো পথে হাঁটছে টিআরবিটি কর্তৃপক্ষ।

এদিকে লিখিত কোন প্রমাণপত্র হাতে না থাকায় আদালতের শরণাপন্নও হতে পারতেন না সংশ্লিষ্ট বেকার যুবক যুবতীরা ।টি আর বিটি কর্তৃপক্ষের এই ধরনের মানসিকতাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহলেই বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য