রবিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জয়নগর অঞ্চল কমিটির সপ্তম সম্মেলন উপলক্ষে মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম পুলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান বর্তমান যুবসমাজের মধ্যে আত্মকেন্দ্রিক চিন্তাধারা সক্রিয় হয়ে উঠেছে, এই সময় ডিওয়াইএফআই তাদের সম্মেলন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই চিন্তাধারা থেকে যুব সমাজ যেন বেরিয়ে আসতে পারে সেই লক্ষ্যে তাদের প্রয়াস অব্যাহত রয়েছে এবং সমাজের জন্য কোন কিছু করা এই চিন্তাধারা যেন প্রত্যেক যুব সমাজের মধ্যে জাগ্রত করা যায় সেই উপলক্ষে তাদের প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানান। তার পাশাপাশি ডি ওয়াই এফ আই এর সম্মেলন উপলক্ষে তারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তার ভুয়সি প্রশংসা করেন তিনি। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে উপস্থিত রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।



