বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা ডিসেম্বর.…সোমবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ খোয়াই বারবিল এলাকার বাসিন্দা হীরালাল রায় এর বাড়ি তল্লাশি করে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার করে। ঘটনায় বিবরণ দিয়ে খোয়ায় সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান সোমবার সকালে একটি গোপন সূত্রের খবর আসে যে খোয়াই বারবিল এলাকার বাসিন্দা হীরালাল রায় এর বাড়িতে প্রচুর পরিমাণে গাজা মজুত রয়েছে। সেই অনুযায়ী পুলিশ তল্লাশি চালিয়ে এক কেজির উপর গাঁজা উদ্ধার করে। পাশাপাশি দুজন গাঁজা সেবনকারী দুই যুবককেও আটক করে পুলিশ এরা হলো লিটন দেববর্মা ও সিমন রুপিনী। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে বলে জানান সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির রঞ্জিত সরকার।



