লোকভবনে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ত্রিপুরা ও নাগাল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির সুযোগ তৈরি হলে দুই রাজ্যের মানুষ আরও কাছাকাছি আসতে পারবেন। তাতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে। প্রতিষ্ঠা দিবসে তিনি নাগাল্যান্ডবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াই, টুবহুমঙ, সি চেঙ, বেনডানগ্রেনলা এবং নিলোকোজা। তারা নাগাল্যান্ডের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। রাজ্যে পাঠরত নাগাল্যান্ডের ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নাগাল্যান্ডবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোকভবনের আধিকারিক এবং কর্মচারিগণও অনুষ্ঠানে অংশ নেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।



