Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যবাবার পরিচয় না দিয়ে দাদুর নামেই রাজনীতি করছেন প্রদ্যুত – রেবতী

বাবার পরিচয় না দিয়ে দাদুর নামেই রাজনীতি করছেন প্রদ্যুত – রেবতী

সোমবার বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমোর ‘ওয়ান নর্থ ইস্ট’ প্রচার নিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজিত হল প্রদেশ বিজেপি কার্যালয়ে । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা , প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, এমডিসি বিমল কান্তি চাকমা ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

এদিনের সাংবাদিক সম্মেলনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জানান অস্তিত্ব সংকট দেখেই ‘ওয়ান নর্থ ইস্ট’ প্রচার করছে তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দের্ববমণ। তাছাড়া জনসভায় উস্কানিমূলক ব্যক্তব রেখেছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমোসহ আঞ্চলিক দলের নেতৃত্বরা। পাশাপাশি তিনি বলেন আঞ্চলিক দল স্থায়ী হতে পারে না। কারণ এক দুটো ইস্যুকে অস্ত্র করে জনগণকো বোকা বানানোর উদ্দ্যোশে দল গঠন করে থাকেন। তাই অস্তিত্ব সংকট ঢাকতেই প্রদ্যোত এখন ‘ওয়ান নর্থ ইস্ট’ বলছেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো নিজের বাবার পরিচয় না দিয়ে দাদুর নামেই রাজনীতি করেন। কারণ তাঁর বাবা কংগ্রেস নেতা ও সংসদ ছিলেন। বাবার পরিচয়ে পরিচিত হতে লজ্জা পান তিনি বলে তোপ দাগেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য