Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যবিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার উদ্যোগে মেধা অন্বেষা শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার উদ্যোগে মেধা অন্বেষা শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

আজ বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে মেধা অন্বেষা শিক্ষক সম্মাননা-২০২৫ অনুষ্ঠান আয়োজিত হয়। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের উদ্বোধন করে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, মেধা অন্বেষার ক্ষেত্রে শুধু পড়াশুনা নয়, এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণে বিভিন্ন কার্যাবলীও যুক্ত করতে হবে। তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সাথে সাথে ছেলেমেয়েদের গুণগত শিক্ষার প্রসারেও নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি নতুন জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, শিক্ষানীতির ফলে বর্তমানে শিশুদের মধ্যে মেধা অন্বেষা বৃদ্ধি পেয়েছে। এই জাতীয় শিক্ষানীতিকে আরও প্রসার ঘটানোর জন্য তিনি শিক্ষক-শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নেবার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ও এলিমেন্টারি এডুকেশন দপ্তরের অধিকর্তা এন সি শর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বিরাজ দেবনাথ, বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার কনভেনার মনোজ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার পক্ষ থেকে রাজ্যের ৮ জেলার ৮ জন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আজ থেকে অবসর নেওয়া শিক্ষক মনোজ রায়কেও সংস্থার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিধান শিশু উদ্যান মেধা সংস্থার সম্পাদক গৌতম তালুকদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য