Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যপি জি পি দপ্তরের উদ্যোগে জনজাতি রিয়াং সম্প্রদায়ের পরিবারের মধ্যে সূতো বন্টন...

পি জি পি দপ্তরের উদ্যোগে জনজাতি রিয়াং সম্প্রদায়ের পরিবারের মধ্যে সূতো বন্টন কে কেন্দ্র করে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ। অভিযোগের তীর তেলিয়ামুড়া চাকমা ঘাট ব্যারেজ সংলগ্ন পি জি পি দপ্তরের বিরুদ্ধে

বিগত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া চাকমা ঘাট ব্যারেজ সংলগ্ন পি জি পি দপ্তর থেকে মুঙ্গিয়াকামী ব্লকের অধীন বিভিন্ন উপজাতি রিয়াং সম্প্রদায়ের পরিবারদের মধ্যে সূতো বন্টন করা হয়। সূতো বন্টনে চাকমাঘাট স্থিত পিজিপি দপ্তরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল বেনিফিসারীরা। চাকমাঘাট স্থিত পিজিপি দপ্তর উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের ১৮ মুড়া, কাঁকড়া ছড়া এবং তুইকর্মা এ. ডি.সি ভিলেজের বসবাসকারী রিয়াং সম্প্রদায়ের পরিবারের মধ্যে সূতো বন্টন করা হয়েছিল। বন্টন করা সূতো দিয়ে রিয়াং সম্প্রদায়ের লোকেদের চিরাচরিত পোশাক তথা পাচরা, রিসা সহ অন্যান্য পোশাক সামগ্রী তৈরি করে ব্যবহার করা। ঐসকল এলাকার জনজাতি রিয়াং সম্প্রদায়ের মানুষ জনেরা পি জি পি দপ্তর থেকে যে বন্টন করা হয়েছিল, সেই সূতো গুলো তাদের কোন কাজে আসবে না।তারা সূতোর প্যাকেট বাড়ি নিয়ে গিয়ে দেখতে পায়, যেই সূতো প্রদান করা হয়েছে সেগুলি মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ খুবই নিম্নমানের এবং গাইটে গাইটে ছেড়া। আর তার ফলে সেই সুতো গুলি দিয়ে না তৈরি করা যাবে পাচরা,রিসা সহ চিরাচরিত কোন পোশাক। এদিকে নুনাছড়া এডিসি ভেলিজের কর্ণ রামপাড়ার এক বেনিফিসারী অভিযোগ করে জানান, প্যাকেট বন্দি করে যে সূতো গুলো দেওয়া হয়েছিল সেগুলি ব্যবহারের যোগ্য নয়। হালকা টানে ছিড়ে যায়। এমনকি সূতো যে লাছি প্রদান করা হয়েছে লাছির মাঝখান দিয়ে সূতো গুলি ছেঁড়া রয়েছে। আরও অভিযোগ, চাকমাঘাট স্থিত দপ্তরের উদ্যোগে যে নিম্নমানের সূতো বন্টন করা হয়েছে তাতে বিপুল সংখ্যক দুর্নীতির এবং অর্থ আত্মসাতের কোন ব্যাপার জড়িত রয়েছে । তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন রিয়াং সম্প্রদায়ের লোকদের মধ্যে সূতো বন্টন কে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছে তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন পি জি পি দপ্তরের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। নাকি পার পেয়ে যায় দুর্নীতিগ্রস্ত দপ্তর এর একাংশ কর্মীরা। তবে সুস্থ তদন্তক্রমে আসল রহস্য বেরিয়ে আসতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য