আজ লেফুঙ্গাস্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়্যাল হলে ‘যুবা সংবাদ’-এর আয়োজন করা হয়। ন্যাশনাল কমিশন অব সিডিউল ট্রাইবস’র চেয়ারপার্সন অন্তর সিং আর্য এই কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে আলোচনায় চেয়ারপার্সন বলেন, দেশের সাড়ে ১১ কোটির বেশি মানুষ জনজাতি সম্প্রদায়ভুক্ত। বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতিও জনজাতি সম্প্রদায়ের। তিনি বলেন, যুব সমাজই ভবিষ্যৎ ভারতবর্ষ গঠনের মূল কারিগর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার দেশের সকল সম্প্রদায়ভুক্ত যুব সমাজের উন্নয়নে কাজ করছে। যুব সমাজের মেধাকে ভিত্তি করে এক উন্নত দেশ গঠন সম্ভব। অনুষ্ঠানে ন্যাশনাল কমিশন অব সিডিউল ট্রাইব এর চেয়ারপার্সন উপস্থিত সকল যুব সমাজের প্রতিনিধিদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন কমিশনের সদস্য ড. আশা লাকরা, নিরুপম চাকমা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক অরূপ দেব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ সিনড ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপন করেন। এছাড়া অনুষ্ঠানে একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন ছাড়াও ৫টি বিদ্যালয়কে ক্রীড়া সামগ্রী বিতরণ, গর্ভবতী মহিলাদের পুষ্টি উপহার দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ৭টি ব্লকের জনজাতি সম্প্রদায়ভুক্ত যুবক-যুবতীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



