বিশ্বের অন্যতম মানবিক সহায়তা ও সেবা সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের ‘বৈশ্বিক অনুদান’ (গ্লোবাল গ্রান্ট) কর্মসূচীর অন্তর্গত একটি প্রকল্প “ডেন্টাল ভ্যান” প্রথমবারের মতো ত্রিপুরাতে নিয়ে এসেছে রাজ্যের প্রথম রোটারি ক্লাব “রোটারি ক্লাব অব আগরতলা সিটি”। এই ডেন্টাল ভ্যানটির মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এর মধ্যে রোটারি ইন্টারন্যাশনাল (ফাউন্ডেশান) দিয়েছেন ৩০ লক্ষ টাকা। আমাদের রোটারি ক্লাব অব আগরতলা সিটির সদস্য/সদস্যরা দিয়েছেন ২১ লক্ষটাকা। বাদবাকী অংশটি দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এর একটি রোটারি ক্লাব যার নাম বীরাটনগর রোটারি ক্লাব।
এই চলমান ডেন্টাল ক্লিনিকটি একটি পরিপূর্ণ ডেন্টাল ক্লিনিক এবং এইটি শীতাতপ নিয়ন্ত্রিত। এই বাসটিতে দুটি ডেন্টাল চেয়ার রয়েছে। বলা যায় দাঁত এর চিকিৎসার যাবতীয় ব্যাবস্থাপত্র এর মধ্যে রয়েছে। দাঁত তোলা, স্ক্যালিং করা, দাঁত ফিলিং করা সহ যাবতীয় দাঁতের চিকিৎসার পরিপূর্ণ ব্যাবস্থা রয়েছে। এতে মোট দশ জন দন্ত চিকিৎসক দশ জন সহকারী সহ একসাথে চিকিৎসা পরিষেবা দিতে পারবে। সারা রাজ্যে ঘুরে ঘুরে এই পরিষেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। এমনকি রাজ্যের দুর্গমতম স্থানেও এই চিকিৎসা পরিসেবা পৌঁছে যাবে অচিরেই।
এই কর্মসূচীকে বাস্তবায়িত করতে আগরতলার আমতলি বিবেকনগরস্থিত “রামকৃষ্ণ মিশন” এর সার্বিক সহযোগিতা আমরা নিয়েছি। এই মোবাইল ডেন্টাল ভ্যানটি আমরা রামকৃষ্ণ মিশনকে হস্তান্তর করব। এই অত্যাধুনিক মোবাইল ডেন্টাল ক্লিনিকটি (ভ্যান) বাস্তবে পরিচালনা করবে আগরতলার বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন। এই লক্ষ্যে আগামী ২৮শে নভেম্বর ২০২৫ শুরুবার সকাল এগারোটায় মোবাইল ভ্যানটির আনুষ্ঠানিক হস্তান্তর পর্ব বিবেকনগর রামকৃষ্ণ মিশন এ অনুষ্ঠিত হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা মহোদয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। এছাড়াও রোটারি জেলা-৩২৪০ এর গুরুত্বপূর্ণ রোটারিয়ানরা উপস্থিত থাকবেন। থাকবেন রামকৃষ্ণ মিশন আগরতলার প্রধান কর্মাধ্যক্ষ শুভকরানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রোটারি ক্লাব অব আগরতলা সিটির সভাপতি ডাঃ সঞ্জয় কুণ্ডু।



