Thursday, November 27, 2025
বাড়িখবররাজ্যশহরে একতা যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা

শহরে একতা যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা

সোমবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও পশ্চিম জেলার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ইউনিটি মার্চ রেলী । এদিন আগরতলা সার্কিট হাউস এলাকা থেকে সবুজ পতাকা নেড়ে এই ইউনিটি মার্চের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও এদিন এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।

এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে দেশের একতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা তুলে ধরেন এবং আজকের এই দিনটি উনার অবদানগুলিকে চির স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই দেশ জুড়ে একাধিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে যার মধ্যে অন্যতম হল এই ইউনিটি মার্চ রেলী বলে জানান ।

তাছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন যে সর্দার বল্লভভাই প্যাটেল দেশের সমস্ত রাজ্যকে একত্রিত করার জন্য কাজ করেছিলেন। এ দিনটিকে কেন্দ্র করে স্কুল এবং কলেজ স্তরে বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। অনেক যুব এখনও তাঁর সম্পর্কে তেমন অবগত নয় এবং যুবদের অবশ্যই দেশের জন্য তাঁর অবদান সম্পর্কে অবগত হতে হবে। এ দিনের একতা যাত্রায় বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য