বিগত ২০২৩ সাল থেকে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের নির্দেশনা মোতাবেক প্রতি বৎসর ৮টি জেলার ৮ জন শিক্ষককে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে শিক্ষক সম্মাননা দেওয়া হচ্ছে। সেদিকে লক্ষ রেখে এবছরও শিক্ষক সম্মাননা প্রদানের আয়োজন করেছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থা। রবিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংস্থার এক সদস্য। তিনি জানান আগামী ২৯ নভেম্বর দুপুর ১২ টায় বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বালিকা বিদ্যালয়ের হলঘরে শিক্ষক সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কনভেনার তথা শিক্ষক মনোজ রায়, যুগ্ম কনভেনার আবদুল হক, সদস্য পরীক্ষিৎ দে, হিরন্ময় রায় ও ভানুপদ চক্রবর্তী মহোদয়।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের ৮ টি জেলার সেরা শিক্ষকদের সম্মাননা জানানো হবে। শিক্ষকরা হলেন সদর জেলার সুকান্ত একাডেমীর শিক্ষিকা শ্রাবনী লস্কর, সিপাহীজলা জেলার দাউধারানী মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, গোমতী জেলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, দক্ষিণ জেলার অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিমল দাস, খোয়াই জেলার খোয়াই সরকারী দ্বাদশের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা, ধলাই জেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হীরালাল চক্রবর্তী, উত্তর জেলার পশ্চিম রাধাপুর দ্বাদশের শিক্ষক তীর্থধুতি দেব ও উনকোটি জেলার শ্রীরামপুর এস, এম, দ্বাদশের সহকারী প্রধান শিক্ষক অরিন্দম সরকার প্রমুখ।
এদিনের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, বিশেষ অতিথি হিসাবে থাকতে পারেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ও অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা ও রাজীব দত্ত এবং এসসিআরটির অধিকর্তা এল ডার্লং মহোদয়া ।



