Sunday, October 19, 2025
বাড়িখবররাজ্যশিলাছড়িতে মহকুমাভিত্তিক বইসু উৎসবের উদ্বোধন

শিলাছড়িতে মহকুমাভিত্তিক বইসু উৎসবের উদ্বোধন

শিলাছড়ি ব্লকের ঘোড়াকাপ্পা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল মহকুমাভিত্তিক বইসু উৎসব অনুষ্ঠিত হয় । ত্রিপুরা চুবালাই বুথুর উদ্যোগে ও করবুক মহকুমা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরী সমাজের সমাজপতি নারণ বীরেন্দ্র ত্রিপুরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা , বিধায়ক প্রভাত চৌধুরী , বিধায়ক যশবীর ত্রিপুরা , শিলাছড়ি ব্লকের বিএসি চেয়ারম্যান থৈঙ্গ মগ , করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস , ত্রিপুরা চুবালাই বুথুর করবুক মহকুমা কমিটির সভাপতি দামোদর ত্রিপুরা প্রমুখ । উপস্থিত অতিথিগণ বইসু উৎসবের তাৎপর্য এবং ত্রিপুরী সম্প্রদায়ের কৃষ্টি , সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর আলোকপাত করে আলোচনা করেন । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন করবুক মহকুমাভিত্তিক বইসু উৎসবের আহ্বায়ক চন্দ্রশেখর ত্রিপুরা । সভাপতিত্ব করেন ত্রিপুরা চুবালাই বুথুর কেন্দ্রীয় কমিটির সভাপতি শচীন্দ্র ত্রিপুরা । উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ ত্রিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি গাইরিং ( টং ঘর ) টি ঘুরে দেখেন । এই বইসু উৎসবে বিভিন্ন দপ্তর থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক তথ্য সম্বলিত মোট ১০ টি প্রদর্শনী মন্ডপ খোলা হয় । এছাড়াও মুক্তমঞ্চে সারা রাতব্যাপী ত্রিপুরী সম্প্রদায়ের নৃত্য ও সংগীত পরিবেশিত হয় । তাছাড়াও ত্রিপুরীদের অলংকার সহ তাদের কৃষ্টি ও সংস্কৃতি সকলের সামনে তুলে ধরা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য