মঙ্গলবার রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সুচনা এন এস এসের সপ্তাহব্যাপী শিবির । আর এই শিবিরের সুচনা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে । এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জনের উপর রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। এদিনের এই শিবিরের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করাো এবং অন্যরাও যেন এই মহৎ কর্মসূচীতে এগিয়ে আসে । বলা চলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশাত্মবোধ ও সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে নিযুক্ত করার লক্ষ্যে প্রতিটি স্কুলেই রয়েছে এনএসএস ইউনিট এবং মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট প্রতি বছরই এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে থাকে । এন এস এস ইউনিট নিজেদের এই শিবিরের মাধ্যমেই শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক ওপেন এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর, স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা, এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার সীমা চাকমা সহ অন্যান্যরা।



