রাষ্ট্রবাদী নেতা রাজু মুন্ডা নিজের স্বার্থে আঘাত লাগায় সরকার ও মুখ্যমন্ত্রী সহ সংগঠন কে দুর্বল করার জন্য জন্য প্রতিনিয়ত নানা অনৈতিক কাজ করছেন বলে অভিযোগ বাস ও জীপ চালক সংঘের । সোমবার আগরতলা নাগেরজলা বাসস্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাস ও জীপ চালক সংঘের সভাপতি রতন দেবনাথ রাষ্ট্রবাদী নেতা রাজু মুন্ডার অনৈতিক কাজের বিচার চেয়ে রাজ্যের পরিবহন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন । অভিযোগ নির্দিষ্ট গন্তব্যে যাওয়া বাস গাড়িগুলি থেকে যাত্রী নামিয়ে পরিবহন শ্রমিকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে রাজু। এতে করে দিশাহারা পরিবহন শ্রমিকরা। তাই উদয়পুরের বাস মালিক সংগঠনের তথাকথিত নেতা রাজুর বিরুদ্ধে এবার সোচ্চার হলো পশ্চিম ও উত্তর জেলার বাস ও জীপ চালক সংঘ ।



