ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি নিজেদের কর্মসূচী পালনের উদ্দেশ্যে প্রশাসনের নিকট অনুমতি চাইলেও, বৃহস্পতিবার রাতে পর্যাপ্ত পুলিশবাহিনী না থাকার কথা উল্লেখ করে রাজ্য আরক্ষা দপ্তরের পক্ষ থকে অনুমতি দেয়নি । তারই প্রতিবাদে সরকারী ছুটির দিন রবিবারে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভে সামিল হন ত্রিপুরা কর্মচারি সমন্বয় কমিটি (এইচ.বি. রোড ইউনিট)-র নেতৃত্ব ও কর্মীরা। কমিটির দাবী , সরকারী কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া রয়েছে সেগুলি পালনে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার উদাসীনতা দেখাচ্ছে । যার মধ্যে অন্যতম হল পুরনো পেনশন প্রথা পুনরায় চালু করা, সমস্ত বকেয়া ডিএ প্রদান, অষ্টম বেতন কমিশন গঠন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ইত্যাদি । এদিনের বিক্ষোভস্থল থেকে বিক্ষোভকারীরা জানান “যতই বাধা আসুক, আমাদের আন্দোলন থামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও শক্তভাবে রাস্তায় নামবে কর্মচারীরা বলে ।



