আজ শিশু দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে আজ ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন মেলারমাঠস্থিত কার্যালয় প্রাঙ্গণে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন
করে। এতে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর ‘ক’ বিভাগে ১২৯ জন, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ‘খ’ বিভাগে ১৪৯ জন এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ‘গ’ বিভাগে ১৩০ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা শিশু দিবস উপলক্ষে রাজ্যের সকল শিশুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তারাই আগামীদিনে দেশ পরিচালনা করবে।
তিনি বলেন, প্রতিবছর এই কমিশন এদিনে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অঙ্গ হিসেবে আজ এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, রাজ্যের যে সকল শিশু অবহেলিত ও উপেক্ষিত রয়েছে তাদের সুরক্ষা দেবার জন্য ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন প্রস্তুত রয়েছে। শিশুদের সুরক্ষিত রাখার জন্য কমিশন প্রতিনিয়ত কাজ করে চলেছে। শিশুদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি ১০৯৮ নম্বরের চাইল্ড হেল্পলাইন চালু করা হয়েছে। তিনি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিশুকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কমিশনের সদস্যাগণ ছাড়াও সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, কমিশনের সদস্য সচিব মাধব পাল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক দীপক লাল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রতি বিভাগে শ্রেষ্ঠ ৫ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়া প্রতি বিভাগে ৫ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠান শুরুর আগে শিশুগণ বন্দেমাতরম সংগীত পরিবেশন করেন।



