Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যসাইবার সিকিউরিটি নিয়ে ২দিনের কর্মশালা শুরু

সাইবার সিকিউরিটি নিয়ে ২দিনের কর্মশালা শুরু

তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনের ১ নং হলে ২দিনব্যাপী ‘সাইবার ভারত সেতু’ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণান আজ এই কর্মশালার উদ্বোধন করেন। সচিব শ্রী এস. কৃষ্ণান বোতাম টিপে ত্রিপুরা সাইবার সিকিউরিটি পলিসি ২.০ ২০২৫-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, ‘সাইবার ভারত সেতু’ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো একটি সাইবার স্থিতিশীল ভারত গঠন করা। যেখানে আঞ্চলিক সাইবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সতর্কতা এবং প্রতিরক্ষা কৌশল গড়ে তোলা যায়। তিনি বলেন, এর মাধ্যমে তথ্য আদান প্রদান এবং সমন্বিত প্রয়াসে ভারতের ডিজিটাল পরিকাঠামো, জাতীয় নিরাপত্তা সুরক্ষা বিষয়ক ক্ষেত্রগুলিকে আরও সুরক্ষিত করা সম্ভব হবে। দু’দিনের কর্মশালার মাধ্যমে রাজ্যের নাগরিকদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি করা, এ বিষয়ে প্রস্তুতি নেওয়া ও পদক্ষেপ নেওয়ার বিষয়ে সক্ষমতা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ত্রিপুরার তথ্য প্রযুক্তি ও আই.সি.টি. পরিকাঠামো সুরক্ষা সহ সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি নিরাপদ ও সাইবার সহনশীল ত্রিপুরা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবে। তিনি ত্রিপুরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ ২০২৫-এর প্রচারপত্র ‘সাইবার জাগ্রিত ত্রিপুরা’ এই থিমেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুখ্যসচিব জে.কে. সিনহা বলেন, গত বছর অর্থাৎ ২০২৪-এও অক্টোবর মাসব্যাপী জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে উদযাপন করে বিভিন্ন সাইবার সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এবছরও গত অক্টোবর মাসব্যাপী ত্রিপুরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ত্রিপুরা তথ্য প্রযুক্তি অধিদপ্তর ও অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতায় সাধারণ নাগরিক, শিক্ষার্থী ও সরকারি বেসরকারি কর্মীগণের মধ্যে সাইবার হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে, ত্রিপুরা পুলিশের ডিজি অনুরাগ এবং ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের ডি.জি. ড. সঞ্জয় বাহল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রাগুল গেশান বি। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সাইবার সিকিউরিটি অ্যাসিওরেন্স গ্রুপের সিনিয়র সায়েন্টিস্ট আশুতোষ বহুগুণা। এছাড়া আজকের কর্মশালার প্রথমদিনে ‘বিল্ডিং এ রেসিলিয়েন্ট সাইবার ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান’ ও ‘সাইবার সিকিউরিটি অ্যাসিওরেন্স’ বিষয়ে আলোচনা করেন সায়েন্টিস্ট শশাঙ্ক গুপ্তা ও সায়েন্টিস্ট মোহিত কাটারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। দু’দিনব্যাপী কর্মশালায় আরক্ষা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও পদস্থ আধিকারিকগণ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীগণ অংশ নেবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য