Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যআদালতের নির্দেশে উচ্চ শব্দ সাইলেন্সার ধ্বংস

আদালতের নির্দেশে উচ্চ শব্দ সাইলেন্সার ধ্বংস

সম্প্রতি রাজধানীর বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ট্রাফিক পুলিশ ।অভিযান কালে দ্বিচক্র যান থেকে ৪১০ টির মত বেশি শব্দযুক্ত সাইলেন্সার ট্রাফিক বিভাগ সিজ করে ।উদ্ধারকৃত সাইলেন্সারগুলি আদালতের নির্দেশ মেনে রবিবার ধ্বংস করে দেওয়া হয় ।রাজধানীর এবিবি কলেজের সামনে বুলডোজার চালিয়ে এগুলি ধ্বংস করে ফেলা হয়। এই ঘটনার সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর ।এদিন সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা ট্রাফিক পুলিশ সুপার জানান, এই ধরনের বেশি শব্দ যুক্ত সাইলেন্সার শব্দ দূষণের পাশাপাশি বয়স্ক এবং শিশুদের শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে ।সাধারণত যুবকরাই মডিফাই করে এই ধরনের বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করে ।এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এদিন পশ্চিম জেলার ট্রাফিক সুপার আরো জানান ,এই ক্ষেত্রে ট্রাফিক আইনের ১৯০ এর ২ উপধারায় বাইক  সিজ করা হতে পারে, দশ হাজার টাকার ফাইন ধার্য করা হতে পারে। পাশাপাশি তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য