রবিবার এস আই আর ও এন আর সি–র প্রতিবাদে আমরা বাঙালী দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীর ‘আমরা বাঙালী’ রাজ্য কার্যালয়ের সামনে । এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পালসহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা । এদিন সংবাদ মাধ্যমের সামনে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দেমাতরম’ গানটির সার্ধশতবর্ষ উদযাপনের নামে কেন্দ্র ও রাজ্য সরকার রাজনৈতিক লাভের চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, “যে দল রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজপন্থী বলে অপমান করে, ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দেয়, সেই দল আজ বন্দেমাতরম উদযাপন করছে নির্বাচনের আগে বাঙালীর মন জয় করার আশায়।” এছাড়া বন্দেমাতরম ছিল পরাধীন ভারতের বিপ্লবীদের আত্মবলিদানের বীজমন্ত্র, ভোটের হাতিয়ার নয়। তাঁর বক্তব্যে তীব্র সমালোচনার সুরে তিনি অভিযোগ করেন, “যারা বন্দেমাতরম স্রষ্টার জাতিকে রাষ্ট্রহীন করার জন্য এনআরসি ও এসআইআর প্রয়োগ করছে, তাদের বন্দেমাতরম স্মরণ মেকী বাঙালী দরদ ছাড়া কিছু নয় বলে জানান ।



