দুর্ঘটনার কবলে পড়লো বেসরকারি স্কুল মনফোর্ট বিদ্যালয়ের বাস। ঘটনা আমতলী বাইপাস এলাকায় । এই ঘটনায় আহত একাধিক ছাত্র-ছাত্রী, মৃত্যু এক গুরুতর আহত পথচারী মহিলার । আহত ছাত্রছাত্রীরা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রত্যেকে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে । মৃত মহিলার নাম খেলা সরকার (৫২)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিকে বাসের চালক পলাতক। পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিকট শব্দ শুনতে পেরে তারা এসে দেখেন একটি বাস দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা তা স্পষ্টত কেউই বলতে পারছেন না। ঘটনায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।



