Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যদক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বইমেলার উদ্বোধন

দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বইমেলার উদ্বোধন

দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে থেকে বিলোনীয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জেলাভিত্তিক বইমেলা -২০২২ । বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন । বইমেলার উদ্বোধন করে তিনি বলেন , ত্রিপুরার বইমেলা উৎসবের মেজাজে অনুষ্ঠিত হয় । বইমেলা ছাত্র , শিক্ষক ও অভিভাবক সকলের কাছে বই বাছাই করার এক বিরাট ক্ষেত্র । তাছাড়াও পছন্দমত বই কেনার এক আদর্শ জায়গা বইমেলা । বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত বলেন , বইমেলা আমাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে সাহায্য করে । পারস্পরিক সৌহার্দ্য ও সদভাব সৃষ্টিতেও বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক , দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস , বিলোনীয়ার মহকুমা শাসক মানিক লাল দাস । সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ । স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এ । দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বইমেলায় ৩০ টি বইয়ের স্টল রয়েছে । তাছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ১০ টি স্টল রয়েছে । মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত । মেলায় প্রতিদিন থাকছে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান , আলোচনাচক্র , কবি সম্মেলন , ক্যুইজ প্রতিযোগিতা , নাটক এবং পুরস্কার বিতরণ । অনুষ্ঠানে অতথিগণ বইমেলা উপলক্ষে প্রকাশিত স্মরণিকার আবরণ উন্মোচন করেন । মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য