সারা দেশের সাথে রাজ্যেও কার্তিক পূর্ণিমা তিথি উপলক্ষে পালিত হচ্ছে রাস পূর্ণিমা ।রাস পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার রাতব্যাপী রাজধানী রাধা মাধব মন্দিরে রাসলীলা অনুষ্ঠিত হয়। এবছর ২২৭ তম বর্ষে পদার্পণ করে রাধা মাধব মন্দিরের এই রাস উৎসব। এই উৎসব উপলক্ষে রাতভর গোপিনীরা লোকনৃত্যের মাধ্যমে ঈশ্বরের সাথে জীবাত্মার আধ্যাত্মিক সংযোগ স্থাপন করেন।
মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হয়েছে রাস পূর্ণিমা। মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই এই রাস পূর্ণিমা উৎসব পালিত হয় ।পুরাণের কাহিনীতে বর্ণিত রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এই পূর্ণিমা রাতে তার মোহন বাশির সুরে গোপিনীদের বৃন্দাবনে আহ্বান করেন এবং তাদের সাথে মহা রাসলীলা করেন। এই রাসলীলা সনাতন ধর্মের একটি বার্ষিক উৎসব। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে এই উৎসব পালিত হয় ।রাস পূর্ণিমা বা রাসলীলা উপলক্ষে মঙ্গলবার রাত ব্যাপি রাজধানীর রাধা মাধব মন্দিরে রাসলীলা অনুষ্ঠিত হয় ।এই রাস উৎসবে মণিপুরী মহিলারা তাদের চিরাচরিত লোকনৃত্যের উপস্থাপনায় আধ্যাত্মিক প্রেম এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের স্বার্থে আত্মার মিলন ঘটান।
এই রাস লীলা উৎসব প্রসঙ্গে রাধা মাধব মন্দিরের প্রধান পুরোহিত জানান ,এ বছর ২২৭ তম বর্ষে পদার্পণ করেছে রাধা মাধব মন্দিরের রাস উৎসব।
২২৭ তম রাস উৎসব উপলক্ষে রাধা মাধব মন্দিরে মঙ্গলবার প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে ।এই রাস উৎসব উপলক্ষে মন্দির সংলগ্ন স্থানে ছোটখাটো অস্থায়ী মেলাও বসে।



