Thursday, November 27, 2025
বাড়িখবররাজ্যভিসি নির্বাচন চাই না একথা সরকার কোথাও বলেনি - মুখ্যমন্ত্রী

ভিসি নির্বাচন চাই না একথা সরকার কোথাও বলেনি – মুখ্যমন্ত্রী

ভিলেজ কমিটি বা adc যে কোন নির্বাচনের জন্যই সম্পূর্ণ তৈরি প্রশাসন ।এর জন্য রাজ্য নির্বাচন দপ্তরের সাথে প্রশাসনের সময়ে সময়ে  কথোপকথন চলছে। সরকার একবারও ভিলেজ কমিটি নির্বাচন চায়না এই কথা বলেনি ।মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে ।মঙ্গলবার এই গুঞ্জনের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলা প্রেসক্লাবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংবাদিকদের তিন দিবসীয় কর্মশালার উদ্বোধন করেন তিনি ।অনুষ্ঠানের উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ,ভিলেজ কমিটির নির্বাচন চাই না এমন কথা কোথাও বলা হয়নি ।এই ক্ষেত্রে সরকারের সবকিছু ঠিকঠাক রয়েছে ।সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সময়ে সময়ে রাজ্য নির্বাচন দপ্তরের সাথে কথাও বলা হচ্ছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,কিন্তু বিষয়টিকে এমনভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে যে ভিলেজ কমিটির নির্বাচনে সরকারের অনীহা ।এই ভাবনা ঠিক নয় বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

প্রসঙ্গত উল্লেখ্য যে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে তিপ্রা মথা সুপ্রিমো  প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দেশের শীর্ষ আদালতে মামলা করেছেন। আবেদনে তিনি অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য