Thursday, November 27, 2025
বাড়িখবররাজ্যকৃষি এবং হর্টিকালচার দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে সারা ভারত কৃষক...

কৃষি এবং হর্টিকালচার দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে সারা ভারত কৃষক সভা

ভর কৃষি মরশুমে কৃষকদের সহযোগিতা করছে না কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর। এই দুই দপ্তরের এহেন ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের জেলা এবং মহাকুমা ভিত্তিক বিক্ষোভ প্রদর্শন করবে সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য শাঠা।সংগঠনের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।১৫ নভেম্বরের পর থেকে শুরু হবে এই কর্মসূচি।

কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর থেকে কৃষকরা তেমন কোন ধরনের সহযোগিতা পাচ্ছেন না ।এই অভিযোগ সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য শাখার ।রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর ।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমান সময়ে ধানের চাষ চলছে ।এ বছর ধানের উৎপাদন খুব কম হবে ।কারণ কৃষকরা ইউরিয়া সার পাচ্ছেন না ।কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর কৃষকদের প্রয়োজনীয় ইউরিয়া সার প্রদান করছে না ।এর ফলে কৃষকরা অনেক বেশি দাম দিয়ে ইউরিয়া সার কিনতে বাধ্য হচ্ছেন ।যারা সার কিনে জমিতে ব্যবহার করতে পারছেন তাদেরই ফলন ভালো হবে বলে জানান সারা ভারত কৃষক সবার রাজ্য সম্পাদক ।তিনি আরো জানান ,বর্তমানে সবজি চাষের মরশুম চলছে ।কিন্তু এগ্রিকালচার দপ্তর এবং হর্টিকালচার দপ্তর থেকে কৃষকদের প্রয়োজনীয় বীজ প্রদান করা হচ্ছে না ।এখন পর্যন্ত কৃষকদের কাছে আলুর বীজ পৌঁছয়নি ।তাই কৃষকদের লুধিয়ানা এবং পশ্চিমবঙ্গের আলু বীজের উপর নির্ভর করতে হচ্ছে। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর অভিযোগ করে জানান, কৃষি মরশুমে কৃষকদের সহযোগিতা করার ক্ষেত্রে হর্টিকালচার দপ্তর এবং এগ্রিকালচার দপ্তরের ভূমিকা শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে ।সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী এবং আধিকারিকদের কোন হেলদোল নেই ।এরই প্রতিবাদে জেলা এবং মহাকুমা ভিত্তিক হর্টিকালচার দপ্তর এবং এগ্রিকালচার দপতর  সহ ডি এম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে সারা ভারত কৃষক সবার ত্রিপুরা রাজ্য শাখা ।১৫ নভেম্বরের পর থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র কর আরো জানান ,বর্তমানে গোটা রাজ্যেই কৃষি মরশুম চলছে। তাই এই সময়ে বিভিন্ন প্রান্তের কৃষকদের জড়ো করে রাজ্যভিত্তিক কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে না ।জেলাভিত্তিক এবং মহাকুমা ভিত্তিক এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য