Friday, October 31, 2025
বাড়িখবররাজ্যসর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে এক মঞ্চে  সুনীল দেওধর এবং প্রতিমা ভৌমিক

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে এক মঞ্চে  সুনীল দেওধর এবং প্রতিমা ভৌমিক

রক্তদান শিবিরের মাধ্যমে ১৫০ তম জন্ম দিবস উপলক্ষে লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেল কে স্মরণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ অন্যান্যরা।

শুক্রবার ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা লৌহপুরুষ  হিসেবে খ্যাত সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে দেশভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার একতা দিবস পালিত হচ্ছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই এদিন আগরতলার বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য প্রভারী সুনীল দেওধর। অনুষ্ঠানে রক্তদাতাদের অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানের মহত্ব তুলে ধরতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য প্রভারী সুনীল দেওধর জানান ,সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্যই ত্রিপুরা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হতে পেরেছে ।ত্রিপুরা যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকতো তবে বাংলাদেশে হিন্দু এবং জনজাতি চাকমাদের মতই ত্রিপুরার জনগণকে মেরে ফেলত রাজাকাররা ।তৎকালীন মহারানী কাঞ্চনপ্রভা দেবীর আহবানে সাড়া দিয়ে লৌহপুরুষ  সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমান যোগে রাজ্যে সৈন্য পাঠিয়ে রাজ্যে অবস্থানরত রাজাকারদের বাংলাদেশে ফিরে যেতে বাধ্য করেছিলেন ।সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান আমাদের ভুলে গেলে চলবে না বলে জানান সুনীল দেওধর জি।

এদিন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান ,লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্যই ত্রিপুরা আজ ভারতের অংশ। তার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে ।রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি।

এই অনুষ্ঠানে অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির অঙ্গনে অনেকটাই পেছনের সারিতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কিছুদিন আগে আমবাসায় তার গাড়িও আটকে দেওয়া হয়েছিল ।বিষয়টি নিয়ে বিভিন্ন মহলেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ।সেই প্রতিমা ভৌমিকই পুনরায় রাজ্য রাজনীতির অঙ্গনে সামনের সারিতে। সম্প্রতি তিনি প্রদেশ বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন। আর এদিন প্রাক্তন রাজ্য প্রভারী কে সাথে নিয়ে লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য