ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনীতে চাকরির জন্য শারীরিক এবং বাকি পরীক্ষায় উত্তীর্ণ হলেও দীর্ঘ নয় বছরেও কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়নি অফার, তাই বাধ্য হয়ে শুক্রবার ডিরেক্টার জেনারেল অব পুলিশের দারস্ত হলেন চাকরী প্রত্যাশীরা।
ত্রিপুরা স্টেট রাইফেলস তথা টি এস আর বাহিনীতে নিয়োগ করার জন্য ২০১৭ সালে ফিজিক্যাল এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষায় মোট ৫০৬ উত্তীর্ণ হয়েছিল। এদের মধ্যে ত্রিপুরা রাজ্যের ৩৭২জন এবং ভারতের অন্যান্য রাজ্য থেকে ১৩৬ এইসব পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তী পর্যায়ে স্থানীয় থানা থেকে তাদের খোঁজখবর নেওয়া হয়। শুধুমাত্র কোন এক অজ্ঞাত কারণে চাকরির অফার দেওয়া হয়নি তখন। এই অফার পাওয়ার জন্য তারা এক এক করে দীর্ঘ ৯ বছর কাটিয়ে দেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে একাধিকবার যোগাযোগ করেছিলেন কিন্তু কোন ফল না হওয়ায় তারা বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হন, দীর্ঘ শুনানির পর তাদেরকে চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়ে রাজ্য সরকারের তরফে প্রোপার দেওয়ার জন্য দুই মাস সময় চেয়ে নেওয়া হয়। এই দুই মাস কেটে গেলেও রাজ্য সরকার থেকে তাদেরকে এখনো চাকরির অফার দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে চাকরি প্রত্যাশীরা রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে দেখা করতে আগরতলার আখাউড়া রোড এলাকার পুলিশ হেডকোয়ার্টারে আসেন এবং দ্রুত তাদের চাকরির অফার প্রদানের দাবি জানান।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দীর্ঘ নয় বছর কেটে গেলেও কেন তাদেরকে অফার দেওয়া হচ্ছে না তা তারা বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে তাদের দাবি দ্রুত যেন অফার দেওয়া হয়।


 
                                    
