৪১ তম প্রয়াণ দিবসে প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ করলো প্রদেশ কংগ্রেস ।এই উপলক্ষে এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। নেতৃবৃন্দরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ।পরে গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা।
১৯৮৩ সালের এই দিনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ।সেই থেকেই প্রতিবছর এই দিনটিকে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস হিসেবে পালন করে আসছে কংগ্রেস দল ।শুক্রবার ছিল প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪১ তম প্রয়াণ দিবস ।এই উপলক্ষে এদিন সকালে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয় ।জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সিডাব্লিউসি সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, দেশের জাতীয় সংহতি রক্ষায় নিজের জীবন বলিদান দিতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেননি ইন্দিরা গান্ধী ।তা আজও দেশবাসী স্বরণ করে । প্রধানমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতি ,সার্বিক উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক সুদৃঢ় ষকরন সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি বিশাল অবদান রেখে গেছেন।
এদিন কংগ্রেস ভবনের সামনের এই অনুষ্ঠানের পর কংগ্রেস কর্মী সমর্থকরা মৌন মিছিল করে গান্ধী ঘাটে যান। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


 
                                    
