Wednesday, January 21, 2026
বাড়িখবররাজ্যবিজেপির সদর গ্রামীণ এবং শহর জেলা কমিটির উদ্যোগে রান ফর ইউনিটি কর্মসূচি...

বিজেপির সদর গ্রামীণ এবং শহর জেলা কমিটির উদ্যোগে রান ফর ইউনিটি কর্মসূচি অনুষ্ঠিত

লৌহপুরুষ হিসেবে খ্যাত সরদার বল্লভ ভাই প্যাটেলের চিন্তা ভাবনাকে সবার সামনে তুলে ধরার লক্ষ্যে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।শুক্রবার আগরতলার আইএসবিটি’র সামনে রান ফর ইউনিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য।

দেশের অখন্ডতা রক্ষায় যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ,গোটা দেশবাসীর কাছে যিনি লৌহ-পুরুষ হিসেবে আখ্যায়িত ,ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সদ্দার বল্লভ ভাই প্যাটেলের শুক্রবার ১৫০ তম জন্ম জয়ন্তী ।এই উপলক্ষে এদিন বিজেপির সদর শহর ও গ্রামীণ জেলার উদ্যোগে রান ফর ইউনিটি কার্যক্রম সংঘটিত করা হয়। এদিন রাজধানীর চন্দ্রপুর সংলগ্ন আইএসবিটি থেকে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ,প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ,দেশের অখন্ডতাকে রক্ষা করার জন্য সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান ছিল বিশাল ।স্বাধীনতার পর ৫২৫টিরও বেশি রাজন্যশাসিত অঞ্চলকে তিনি ভারতের সাথে যুক্ত করেছিলেন ।এই কারণেই তিনি আমাদের কাছে লৌহপুরুষ ।তার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩১ অক্টোবর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত একমাস ব্যাপী দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান ,সর্দার বল্লভ ভাই প্যাটেলের চিন্তা ভাবনা কে সবার কাছে তুলে ধরার জন্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিন আইএসবিটির সামনে থেকে শুরু হয় রান ফর ইউনিটি কার্যক্রম ।উপস্থিত নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।তারা চন্দ্রপুর আইএসবিটি থেকে আশ্রম চৌমুহনীস্হিত শত দল সংঘ পর্যন্ত দৌড়ে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য