Thursday, October 30, 2025
বাড়িখবররাজ্যবনকুমারি এবং সেন্ট্রাল রোডে জুয়ার আসরে পুলিশি হানা, গ্রেপ্তার ১১

বনকুমারি এবং সেন্ট্রাল রোডে জুয়ার আসরে পুলিশি হানা, গ্রেপ্তার ১১

তির জুয়ার আসরে পুলিশি অভিযান ।২স্থান থেকে গ্রেপ্তার ১১ জন জুয়ারি ।ঘটনা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনকুমারি বাজার এবং সেন্ট্রাল রোড এলাকায়। পূর্ব থানার পুলিশ এই অভিযান চালায়।

নেশার সাথে সাথে বাড়ছে তির এবং জুয়া খেলার রমরমা ।রাজ্যের বিভিন্ন বাজার গুলিতেই এখন নেশার পাশাপাশি তির জুয়ার আসর বসছে ।এতে সর্বস্বান্ত হচ্ছে যুবসমাজ ।দুর্বৃত্তদের জন্য সাধারণ মানুষ পুলিশের কাছে এই অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন ।তারপরও গোপন সংবাদে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অল্পস্বল্প অভিযান চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতেই খবর পেয়ে পূর্ব থানার পুলিশ রাজধানীর বনকুমারি বাজার এবং সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালায় ।অভিযানে বন কুমারী বাজার থেকে ৬ জন জুয়ারি এবং সেন্ট্রাল রোড থেকে পাঁচ জুয়ারিকে আটক করে পূর্ব থানার পুলিশ ।এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ ।তার সহযোগী ছিলেন এসআই নারায়ন দেব ।এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান। তিনি জানান ,ধৃত অভিযুক্তদের কাছ থেকে মোট ১১ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিন পূর্ব থানার ওসি আরো জানানো, নেশা বিরোধী অভিযানের পাশাপাশি তির এবং জুয়া খেলার বিরুদ্ধেও অভিযান জারি রাখবে পূর্ব থানা ।এই সমস্ত ক্ষেত্রে স্থানীয়দের পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য