Thursday, October 30, 2025
বাড়িখবররাজ্যগ্রাহক কনভেনশন থেকে দাবি উঠলো , বিদ্যুৎ বেসরকারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই

গ্রাহক কনভেনশন থেকে দাবি উঠলো , বিদ্যুৎ বেসরকারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই

বিদ্যুতের মত গুরুত্বপূর্ণ পরিষেবার সার্বিক বেসরকারিকরণ করতে চাইছে সরকার ।বিষয়টি গ্রামীণ জনগণকে বুঝিয়ে তাদেরকে লড়াইয়ে সংযুক্ত করতে হবে। বৃহস্পতিবার রাজ্যে বিদ্যুৎ বেসরকারিকরণ ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশনে এই কথা বলেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত।

বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ বেসরকারিকরণ এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয়। সি আই টি ইউ রাজ্য শাখা এবং ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই গ্রাহক কনভেনশন। এই কনভেনশনে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত ।কনভেনশনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে ,সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেরারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন ,শিল্পপতিরা আট টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনছেন বলেই সাধারণ মানুষ ৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ পাচ্ছেন। কিন্তু বিদ্যুৎ বিল থেকে সব ধরনের সাবসিডি তুলে দেওয়া হচ্ছে। এর ফলে টাটা গ্রুপ যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে ,একজন সাধারন গরিব মানুষকেও সেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে ।তিনি বলেন, আমরা চাই সরকার বিদ্যুৎ উৎপাদন হ্রাস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক ।কেন স্মার্ট মিটার ব্যবহার বাধ্য করা হচ্ছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক ।তিনি বলেন, বিদ্যুতের মত গুরুত্বপূর্ণ পরিসেবা সার্বিক বেসরকারিকরণ করতে চাইছে সরকার ।এই বিষয়টি গ্রামীণ মানুষদের বোঝাতে হবে এবং তাদেরকেও লড়াইয়ে যুক্ত করতে হবে। তার অভিমত ,এই ধরনেরই একটি লড়াইয়ের প্লাটফর্ম গঠনের সুযোগ তৈরি করে দিয়েছে এই রাজ্য ভিত্তিক কনভেনশন।

এই কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং বিদ্যুৎ বেসরকারিকরণ এর বিরুদ্ধে সকল স্তরের জনগণকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য