বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হলো উমাকান্ত একাডেমী বাংলা মাধ্যম বিদ্যালয়ে ।ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে।
বিমান পরিবহন একটি অন্যতম ক্যারিয়ার হিসেবে বিবেচিত ।এই ক্যারিয়ার নিয়ে গোটা দেশেই যুব সমাজের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় ।যুব সমাজের এই উৎসাহকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সারা দেশে একযোগে বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করে ।দিল্লি থেকে এক যুগে সারাদেশের বিভিন্ন বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানের জন্য রাজধানীর শতবর্ষ প্রাচীন উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয় কে বেছে নেওয়া হয়। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে আগরতলার এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৃষাণ মোহন নেহরা, উমাকান্ত বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিমান পরিবহন ক্ষেত্রে সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সারাদেশে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য এই বিমান পরিবহনে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম চালু করেন। এদিন উমাকান্ত একাডেমী বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ এই সংবাদ জানান ।তিনি জানান ,নয়া দিল্লি থেকে ভার্চুয়ালি সারাদেশে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে ।এর জন্য উনাকান্ত একাডেমী বাংলা মাধ্যম বিদ্যালয় কে বেছে নেওয়া হয়েছে ।তিনি আরো জানান ,এই ধরনের বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের দশম ,একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্ররা বিশেষভাবে উপকৃত হবে।
এদিন এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের ছাত্ররা জানান, এই ধরনের ক্যারিয়ার কাউন্সিলের মাধ্যমে তারা পাইলটিং ,বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিমানবন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিশদভাবে জানতে পেরেছেন।



