Friday, October 31, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের বিভিন্ন মন্দির ও বাড়িতে চলছে জগদ্ধাত্রী পুজো

রাজ্যের বিভিন্ন মন্দির ও বাড়িতে চলছে জগদ্ধাত্রী পুজো

দেশের অন্যান্য প্রান্তের সাথে রাজ্যেও বৃহস্পতিবার পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো ।পূজার নিয়ম অনুসারে বৃহস্পতিবারই সপ্তমী ,অষ্টমী এবং নবমীর পূজার্চনা অনুষ্ঠিত হবে। এদিন রাজধানীর টাউন প্রতাপগড় এলাকার স্বর্গীয় হীরালাল চৌধুরীর বাড়িতে অন্যান্য বছরের মতো জগদ্ধাত্রী মায়ের পূজার আরাধনা করা হয়। এ বছর ৩৭ তম বর্ষে পদার্পণ করেছে স্বর্গীয় হীরালাল চৌধুরীর বাড়ির জগধাত্রী পূজা।

বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লা নবমী। এই দিনে দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপে পুজিতা হন ।সারা দেশের সাথে রাজ্যেও বৃহস্পতিবার এই পূজা চলছে ।বিভিন্ন আশ্রম, মঠ এবং বাড়িতে এদিন জগদ্ধাত্রী মায়ের পুজো হয়। অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর টাউন প্রতাপগড়স্হিত স্বর্গীয় হীরালাল চৌধুরীর বাড়িতে এ বছর ৩৭ তম বর্ষে পদার্পণ করেছে জগদ্ধাত্রী মায়ের পূজা ।স্বর্গীয় হীরারাল চৌধুরীর পুত্র তুষার কান্তি চৌধুরী ও পরিবারের অন্যান্যরা যৌথভাবে বিশুদ্ধপঞ্জিকা অনুসারে এবারও জগদ্ধাত্রী মায়ের পুজোর আয়োজন করেছেন। পূজোর নিয়ম অনুসারে বৃহস্পতিবারই সপ্তমী, অষ্টমী এবং নবমী এই তিন পুজো অনুষ্ঠিত হবে ।এই উপলক্ষে বুধবার জগদ্ধাত্রী মায়ের অধিবাস অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে উপনিষদ অনুসারে দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর তারা অহংকারী হয়ে উঠেছিলেন। দেবতাদের অহং নিবৃত্তির জন্যই ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী আবিভূত হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য