Wednesday, October 29, 2025
বাড়িখবররাজ্যদুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির SDPO -র দারস্ত মজদুর মনিটরিং সেল

দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির SDPO -র দারস্ত মজদুর মনিটরিং সেল

শ্রমিক সংঘঠন BMS এর নাম করে একাংশ দুষ্কৃতি রাজধানী আগরতলার বটতলা এলাকা থেকে শুরু করে আগরতলা রেলওয়ে স্টেশন আমতলী বাইপাস সহ বিভিন্ন এলাকায় অটোসহ বিভিন্ন ছোট গাড়ি থেকে  চাঁদা আদায় করছে এমনকি গাড়িতে থাকা যাত্রীদের সঙ্গেও খারাপ ব্যবহার করছে বলে অভিযোগ মজদূর মনিটরিং সেলের নেতৃত্বদের। এই দুষ্কৃতীদের একজনের নাম ইতিমধ্যে জানতে পেরেছে মজদুর মনিটরিং সেল। তার নাম মিঠু পাল, এই অভিযুক্ত ব্যক্তির নাম নাম জানিয়ে আমতলী থানায় সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে। তারপরও এই সকল দুষ্কৃতীদের অত্যাচার জারি রয়েছে। এমনকি অভিযুক্ত ব্যক্তিকে এখনো আটক করা হয়নি বলে অভিযোগ মজদুর মনিটরিং সেলের এক নেতৃত্বের। এই পরিস্থিতিতে বুধবার মজদুর মনিটরিং সেলের তরফে আমতলী এলাকার এসডিপিও পারমিতা পান্ডের সঙ্গে দেখা করে আহ্বান জানানো হয় অবিলম্বে যেন এই সকল দুষ্কৃতিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। মজদুর মনিটরিং সেলের এক নেতা সংবাদ মাধ্যমকে বলেন তাদের ধারণা শ্রমিকদের ঐক্য নষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টি করা এবং বর্তমান সরকারকে কলুষিত করার লক্ষ্যে এই চক্রটি কাজ করছে। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দাবি করেন দ্রুত এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য।

মিঠুন পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় গত পরশুদিন মামলার লিপিবদ্ধ করার পরেও আজ অব্দি দোষীদের গ্রেপ্তার করেনি পুলিশ!! তাই আজ আমতলী এসডিপিও পারমিতা পান্ডের অফিসে মজদূর মনিটরিং সেলের তরফ থেকে ডেপুটেশন প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য