Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য৮৮ পরিবারের মোট ২৫৪ জন ভোটার বিজেপিতে যোগদান

৮৮ পরিবারের মোট ২৫৪ জন ভোটার বিজেপিতে যোগদান

পাহাড়ের শাসকের পাল্লা ভারী। ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক তিপ্রামথা’কে ছাপিয়ে পাহাড়ে শাসক দল বিজেপির সংগঠন মজবুত। শনিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের হাজরা কামী’তে বাজার সভার মধ্য দিয়ে ৮৮ পরিবারের মোট ২৫৪ জন ভোটারের বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। নবাগতদের পদ্ম পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন বিজেপি খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত, তাছাড়াও ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, মন্ডল সভাপতি টুটন দেব সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই যোগদান সভা সম্পর্কে বলতে গিয়ে বিজেপি খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত বলেন, জনজাতীয় অংশের মানুষজন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকার দেখেছে, তবে যদি জনজাতি দের উত্থানের জন্য কোন সরকার কাজ করে থাকে তা হল বিজেপি সরকার। তাছাড়া তিনি বলেন, উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে বিভিন্ন আঞ্চলিক দল মাথা তুলে দাঁড়াতে চাইলেও তাদের এই প্রয়াস ব্যার্থ হয়েছে। তাছাড়া জেলা প্রভারি উনার বক্তব্যের মধ্য দিয়ে নাম না করে তিপ্রা মথা সরকারের ব্যাপক সমালোচনায় মুখর হন এ দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য