Wednesday, October 29, 2025
বাড়িখবররাজ্যসাত সকালে ঝুরন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত উদ্ধার ঘটনা ইন্দ্রনগরে হস্ততাত হস্তকারু...

সাত সকালে ঝুরন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত উদ্ধার ঘটনা ইন্দ্রনগরে হস্ততাত হস্তকারু শিল্পের ভবনের পেছনে ঘটনাস্থলে জিবি ফাঁড়ির পুলিশ।

আগরতলা ইন্দ্রনগর হস্ততাত হস্ত কারু শিল্পের ভবনের পেছনে বুধবার সকালে ৫৪ বছরের মিন্টু দেবনাথ নামে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় মৃতদহ উদ্ধার তার বাড়ি নোয়ানিয়া মুড়ায় মৃত ব্যক্তি হস্ত তাত হস্ত কারুশিল্পে অফসে ডি আর ডাব্লু কর্মরত ছিলেন। বুধবার সকালে বাড়িতে সকলের সাথে চা খেয়ে বাজারে আসবেন বলে বাড়ির লোকজনকে বলেছিলেন কিন্তু কিভাবে এই জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তানিয়েসন্দেহ দেখা দিয়েছে বাড়ির লোকজনদের মধ্যে তাদের আরো অভিযোগ এই অফিসে একজনও নাইটগার্ড নেই যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে জিবি ফাঁড়ির পুলিশক মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালেরমর্গে পাঠিয়ে দেন। ঘটনা সম্পর্কে জিবি  ফাড়ির ওসি জানান বুধবার সকাল সাড়ে দশটায় তাদের কাছে খবর আসে যে কারু শিল্প ভবনের পেছনে মিন্টু দেবনাথ নামে এ ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই ঘটনার তদন্ত হচ্ছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য