Wednesday, October 29, 2025
বাড়িখবররাজ্যবিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে শহরে সচেতনতা রেলি

বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে শহরে সচেতনতা রেলি

সচেতনতাই স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে তাই। সচেতনতার বার্তা ছড়িয়ে বুধবার রাজধানীতে ওয়ার্ল্ড স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে রেলি সংঘটিত করল এজিএমসি’র নিউরোলজি এবং নিউরো সার্জারি বিভাগ ।রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

বোধবার 29 অক্টোবর। সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক স্ট্রোক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে ।স্ট্রোকের গুরুতর প্রকৃতি এবং উচ্চ হারের উপর জোর দেওয়া- এই অবস্থার প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সারা বিশ্বের সাথে আমাদের দেশ এবং রাজ্যেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীতে একটি সচেতনতামূলক রেলি সংঘটিত করে এজিএমসির নিউরোলজি এবং নিউরো সার্জারি বিভাগ ।রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই রেলি ।রেলিতে উপস্থিত ছিলেন এজিএমসির নিউরোলজি বিভাগের চিকিৎসক ডাক্তার আবীর লাল নাথ ,নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার রেড্ডি সহ অন্যান্য চিকিৎসকগণ ।ওয়ার্ল্ড স্ট্রোক  ডে উদযাপন প্রসঙ্গে এজিএমসির নিউরোলজি বিভাগের চিকিৎসক ডাক্তার আবীর লাল নাথ জানান ,এ বছরের বিশ্ব স্ট্রোক দিবসের মূল প্রতিপাদ্য হলো প্রতিটি মিনিট গণনা করা ।ফাস্ট পদ্ধতি মেনে চললে আমরা স্ট্রোক থেকে নিস্তার পেতে পারি।ফাস্ট মানে F ফর ফিট A ফর আর্ম ,S  ফর স্পিচ এবং T ফর টাইম। তিনি বলেন ,যদি কোন ব্যক্তি মনে করেন তার শরীরের কোন একটা দিকে দুর্বল বোধ হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে ,হাতের বাহুতে ব্যথা হচ্ছে তবে চিনি সাথে সাথে এজিএমসির নিউরোলজি এবং নিউরো সার্জারি বিভাগে চলে আসতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তুলবো। তিনি আরো বলেন ,এর জন্য সচেতনতা চাই ।আর জনমনে এই সচেতনতার জন্যই এই রেলি সংঘটিত করা হচ্ছে।

বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই রেলিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।রেলিতে এজিএমসির বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা ও অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য