Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যশনিবার আঠারোমুড়া পাহাড়ের ৪৬ মাইল এলাকায় হয় জাতীয় সড়ক অবরোধ

শনিবার আঠারোমুড়া পাহাড়ের ৪৬ মাইল এলাকায় হয় জাতীয় সড়ক অবরোধ

আবারো সড়ক অবরোধের নাটক মঞ্চস্থ করল একাংশ। ক্ষতিপূরণের নামে জাতীয় সড়ক অবরোধ করলো স্থানীয়রা। শনিবার আঠারোমুড়া পাহাড়ের ৪৬ মাইল এলাকায় সকাল নয়টা থেকে শুরু করে সাড়ে এগারোটা পর্যন্ত চলে জাতীয় সড়ক অবরোধ। এতে রাস্তার দুধারে আটকে পরে বিশাল সংখ্যক যানবাহন। সাথে এই অবরোধে আটকে পরে সাংসদ রেবতী ত্রিপুরাও। তিনি সেই সময় মনুতে অফিশিয়ালি একটি কাজের জন্য যাচ্ছিল বলে জানা যায়। অবরোধের খবর পেয়ে ছুটে যায় মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া সহ মুঙ্গিয়াকামি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে সাংসদ তাঁদেরকে অতিদ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়াতে সড়ক অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এই পথ অবরোধের ফলে রাস্তার দুধারে প্রচুর যানবাহন আটকে পড়ে যায়। এই অবরোধের ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষজন -দের।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য